বিসমিল্লাহির রাহমানির রাহিম
হাতিয়া দ্বীপের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় বাংলপদেশের শিক্ষা ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করে আসছে। ঐতিহ্যের উত্তরাধিকারে সমৃদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানটি সূচনালগ্ন থেকেই সতন্ত্রের স্বাক্ষর রেখে চলেছে।
সমাজের সতেজতম, সজিবতম অংশ হল ছাত্র সমাজ। চঞ্চল ঝর্ণার সচ্ছ জলে অবগাহন করলে শরীরও মনে যেমন কোমল প্রশান্তি আসে তেমনি বিদ্যার সাগরে সাঁতার কেটে ছাত্র-ছাত্রীরা লাভ করে থাকে এক অনির্বচনীত আনন্দ। তাদের চোখে রয়েছে জ্ঞানের মশাল, হৃদয়ে উদ্বেল ভাগাবেগ বাহুতে রয়েছে নবীন বল। যুগে যুগে দেশে দেশে সব অসাধ্য সাধন করেছে এরা সমাজের অগ্রগামী সৈনিক। অধ্যয়ন ছাত্রদের তপস্যা। সুতরাং একজন ছাত্রকে তার পড়া শোনায় পূর্ণ মনোযোগী হওয়া উচিৎ এবং তার দৈনন্দিন পাঠ্য ক্রমে পাশাপাশি কিছু সৃজনশীল কার্যক্রমও করতে হয়। কচি-কাঁচা ছাত্র-ছাত্রীদের মাঝে লুকিয়ে আছে অনেক সম্ভাবনার বীজ। পুথিগত পান্ডিত্যই জ্ঞানার্জন নয়, যে শিক্ষা ছাত্র জীবনে মঙ্গলকর এবং ভবিষ্যৎ জীবনের পাথেয় সেই শিক্ষাই গ্রহণ করা বাঞ্ছনীয়। জ্ঞান বিজ্ঞানের অগ্রগতিতে যেমন প্রয়োজন নিরন্তর অনুশীলন, অধ্যবসায় তেমনি সাহিত্য বিকাশের জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করা। বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় তেমনি একটি প্রতিষ্ঠান। পড়াশোনার পাশাপাশি কোমলমতি ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করে দিচ্ছে তাদের সুকুমার বৃত্তি ও মেধা বিকাশের ক্ষেত্র।
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়া শোনার পাশাপাশি শরীর চর্চা, খেলা ধুলা, বিতর্ক এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত বলে আমি গর্ববোধ করি।
পরিশেষে ছাত্র-ছাত্রীদের জন্য আমার পাথেয় এরা অধ্যয়নে আত্মনিবেদিত এবং নিরবিচ্ছিন্নভাবে জ্ঞান সাধনায় সফলকাম হয়ে উঠুক, তাদের সৃজনশীল প্রতিভা এগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূর। সেই সঙ্গে আমাদের শিক্ষার্থীরা সমাজ, দেশ ও জাতির জন্য হয়ে উঠুক সম্ভাবনাময় উজ্জ্বল নক্ষত্র।
মোঃ জসিম উদ্দিন
সভাপতি
বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়