সংক্ষিপ্ত পরিচিতি
প্রতিষ্ঠানের পরিচিতি ও ইতিহাস
প্রতিষ্ঠানের নাম ঃ বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়।
প্রতিষ্ঠাকাল ঃ০ ১-০১-১৯৬৮ খ্রিঃ
গ্রাম ঃ বোয়ালিয়া
ডাকঘর ঃ ধনুমিয়ার হাট
ইউনিয়ন ঃ চরকিং
ওয়ার্ড নং ঃ ০৬
উপজেলা ঃ হাতিয়া
জেলা ঃ নোয়াখালী।
বাংলাদেশের মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলাধীন ৬ নং চরকিং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বোয়ালিয়া একটি জনবহুল গ্রাম। গ্রামের বেশিরভাগ জনগণ নিরক্ষর হওয়ায় গ্রামবাসীর প্রবল আগ্রহ ও উৎসাহ উদ্দীপনায় উৎসাহিত হইয়া গ্রামের স¦নাম ধন্য এবং শিক্ষানুরাগী ব্যক্তি মরহুম জনাব মোঃ নুরুল হক সাহেব বিদ্যালয় স্থাপনের জন্য নিজ নামীয় ও মালিকানাধীন ১.০০ একর জমি বিদ্যালয়ের নামে দান করার অভিমত প্রকাশ করেন। পাশাপাশি তাঁকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আগ্রহ প্রকাশ করেন জনাব ডাঃ মোঃ মরহুম হাবিবুর রহমান সাহেব। সাথে সাথে বিদ্যালয়টির নামকরণ বিষয়ে আলোচনা হওয়ায় মরহুম জনাব মোঃ নুরুল হক সাহেব বিদ্যালয়টির নামকরণ এলাকার নামে করার প্রস্তাব করেন। সেই মর্মে সবাই একমত পোষণ করে বোয়ালিয়া গ্রামের নামানুসারে বিদ্যালয়টির নাম করেন বোয়ালিয়া জুনিয়র হাই স্কুল। যাহা পরবর্তী পর্যায়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিকট থেকে স¦ীকৃত লাভ করে (সূত্র জনাব আবদুল মোতালেব) প্রতিষ্ঠানটি যখন ১৯৯০ সনে নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক বিদ্য্যলয়ে উন্নীত হয় তখন মরহুম জনাব মোঃ নুরুল হক সাহেব আরো ৫০ শতাংশ জমি বিদ্যালয়কে দান করেন। প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে উন্নীত হওয়ালগ্নে আর্থিক, শারীরিক, মানসিক ও সর্বাত্মক সহযোগিতা করেন জনাব মরহুম আলহাজ্ব ডাক্তার মোঃ মোশাররফ হোসেন এবং বিদ্যালয়ের প্রশাসনিক, দাপ্তরিক ও অভ্যন্তরিন কার্য সমূহ দক্ষতার সহিত পরিচালনা করেন সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান। ১৯৯২ সাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করিয়া ভাল ফলাফল করে অদ্যাবধি সুনামের সহিত বিদ্যালয়টি পরিচালিত হইয়া আসিতেছে।